Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

বরাবর,

চেয়ারম্যান

গ্রাম আদালত ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।

 

বিষয়ঃনির্যাতন করার সু-বিচার পাওয়া প্রসঙ্গে।

 

  বাদীঃ                         বিবাদীঃ

      মোসাঃ গোলাপি খাতুন               ১। মোঃ এত্তার আলী                 

      পিতা- মোঃ জুল্লু রহমান                   পিতা- মোঃ হরফ আলী

      গ্রামঃ হরিপুর, কানসাট               ২। মোঃ হরফ আলী

      শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।               পিতাঃ মৃত শেরফাত আলী                                   

                                             ৩। মোসাঃ আক্তারা বেগম

                                        জং- হরফ আলী

                                   সকলের গ্রামঃশিবনারায়নপুর

                                      শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।

                   

                                 

                                  

 

 

বিনীত নিবেদন এই যে, ১নং বিবাদীর সহিত আমার গত ফেব্রুয়ারী মাসে মুসলিম শরিয়া অনুযায়ী বিবাহ হয়। বিবাহ হওয়ার পর হতে বলা যায় বৌ হিসাবে বিবাদীগন আমাকে মেনে নিতে পারছেনা। সকাল সন্ধা খোচা মারা কথা, অশ্লিল ভাষায় গালি গালাজ করছে। বিবাদী স্বামীও সেরুপ তার পিতা মাতার কথা মত চলছে। যার কারণে আমার উপর জুলুম নির্যাতন দিন দিন বেড়ে চলছে। সুষ্ঠ ভাবে ভাত কাপড়, তেল,সাবান দিচ্ছেনা। বর্তমানে আমি বাবার বাড়ীতে ২/৩ মাস ধরে অবস্থান করছি। আমার কোন খোজ খবর নিচ্ছেনা। এ কারণে আমি বিচার প্রার্থী।

অতএব, বিধায় আরোজ এই যে, উপরোক্ত বিষয়টি সরজমিন তদন্ত সাপেক্ষ্যে আমাকে নির্যাতন করার সু-বিচার করিয়াদিতে আপনার মর্জি হয়।

 

                                            নিবেদক

 

                                       মোসাঃ গোলাপি খাতুন