Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
০৬ কানসাট ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কানসাট ইউনিয়ন পরিষদ ০৬ নম্বর। এই ইউনিয়ন পরিষদের পূর্বদিকে চককির্তী ইউনিয়ন, পশ্চিমে শ্যামপুর ইউনিয়ন, উত্তরে মোবারকপুর ইউনিয়ন ও দক্ষিণে শিবগঞ্জ পৌরসভা অবস্থিত। কানসাট ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার। ইউনিয়ন পরিষদের ভবনটি  ১৯২৮ সালে নির্মিত হয়েছে এবং ১৯৮৬ সালে ভবনটি সংস্কার ও বর্ধিত করা হয়েছে। ভবনটিতে ০৬টি কক্ষ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় হতে ৩৩ কি.মি দূরে অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয় হতে এই পরিষদে আগমনে ১ ঘন্টা সময়ের প্রয়োজন হয়। ইউনিয়নের কৃষি জমির পরিমাণ ৩৫০৭ হেক্টর, এক ফসলী ১৪৭৩ হেক্টর, তিন ফসলী ১০০৯ হেক্টর পতিত ১৬০। মোট জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৪০৩৬৬ জন যার মধ্যে পুরুষ ২১৯৬৫ জন এবং মহিলা ১৮৪০১ জন। সাক্ষরতার হার ৯০%। মুক্তিযোদ্ধার ভাতাভোগী ২৩ জন।