Title
মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়
Details
কানসাট ইউ. এ্যান্ড মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী পুরানো প্রতিষ্ঠান।এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুচনালগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে| তবে শ্রেণী কক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরী ও পারি পারশিক উন্নতির প্রয়োজন আছে।লেখাপড়ার মান ভাল। ১৯৬৩ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠীত হয়।